বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। ছবি : আপন দেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামি ক্ষমতায় এলে কর্মসংস্থানের ব্যবস্থা করে চাঁদাবাজদের সম্মানজনক অবস্থানে নিয়ে আসা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরে নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন।
এদিন সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ শুরু হয়। এতে স্থানীয় পর্যায়ের নেতারা এবং যশোরের ৬টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা নিজ নিজ আসন ঘিরে পরিকল্পনা ও নির্বাচনি রূপরেখা তুলে ধরেন।
সকাল ৯টার কিছু পর সমাবেশস্থলে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল থেকেই নেতাকর্মীরা ঈদগাহ ময়দানে অবস্থান নেন। মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকাতেও নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন : স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন
যশোরের সমাবেশ শেষে ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে আরও তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































