ছবি : আপন দেশ
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটগ্রহণের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিস্থিতি মোকাবিলায় রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, ভোটগ্রহণের দিন অপরাহ্ণের দিকে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। শেষ মুহূর্তে বিপুল সংখ্যক ভোটার একযোগে ভোট দিতে আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন <<>> নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ অবস্থায় ভোটাররা যেন সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পরিস্থিতি অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































