Apan Desh | আপন দেশ

রাশিয়ার তেলবাহী জাহাজ আটক, ফ্রান্সের হেফাজতে ক্যাপ্টেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৪, ২৫ জানুয়ারি ২০২৬

রাশিয়ার তেলবাহী জাহাজ আটক, ফ্রান্সের হেফাজতে ক্যাপ্টেন

ছবি : সংগৃহীত

রাশিয়ার তেলবাহী সন্দেহে ‘গ্রিঞ্চ’ নামের জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে হেফাজতে নিয়েছে ফ্রান্স। জাহাজটিতে কোনো দেশের পতাকা উড়ানো ছিল না বলে এ পদক্ষেপ নিয়েছে তারা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফরাসি নৌবাহিনী ভূমধ্যসাগরে জাহাজটি জব্দ করে। বর্তমানে এটি দক্ষিণ ফ্রান্সের মার্সেইয়ের কাছের একটি বন্দরে কড়া পাহারায় নোঙর করা আছে।

ট্যাংকারটি স্পেন ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়েছিল। ফরাসি আঞ্চলিক সামুদ্রিক প্রিফেকচার শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, জাহাজটি গালফ অব ফস এলাকায় আনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কোনো পতাকা না উড়ানোর অভিযোগে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে জাহাজটি মার্সেইয়ের সরকারি কৌঁসুলির অধীনে রাখা হবে। ক্যাপ্টেন ও ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে। ৫৮ বছর বয়সী ভারতীয় অধিনায়ক জাহাজটির দায়িত্বে ছিলেন। বাকি নাবিকরাও ভারতীয় এবং তারা এখনও জাহাজেই অবস্থান করছেন।

আরও পড়ুন <<>> মারা গেছেন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে সহায়তা করা সাংবাদিক

ফরাসি বার্তা সংস্থা এএফপির আলোকচিত্র অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) সকালে ট্যাংকারটি মার্তিগ শহরের উপকূল থেকে প্রায় ৫০০ মিটার দূরে নোঙর করা ছিল। চারপাশে ফরাসি নৌবাহিনী ও জেনদারমেরির টহল নৌযানও উপস্থিত ছিল সেখানে। নোঙর করা এলাকায় নৌ ও আকাশপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইইউয়ের নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘ছায়া বহরের’ অংশ বলে সন্দেহ করা এমন মোট ৫৯৮টি জাহাজ আছে।

গত বছরের সেপ্টেম্বরেও ফ্রান্স ‘বরাকাই’ নামের রাশিয়ার একটি জাহাজ আটক করে। জাহাজের ক্রুরা সেটিকে বেনিনের পতাকাবাহী দাবি করেছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই পদক্ষেপকে ‘ডাকাতি’ হিসেবে নিন্দা করেছিলেন।

‘বরাকাই’ জাহাজের চীনা ক্যাপ্টেনের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়