ছবি : আপন দেশ
বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কারো বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হবে না। তাদের ওপর জুলুমের প্রতিশোধও নেয়া হবে না। তাই জামায়াতের সঙ্গে থাকলে সব ধর্মের মানুষের সম্পদ ও জানমাল নিরাপদে থাকবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনার সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলে নারীদের ইজ্জত রক্ষা করা হবে এবং সম্মানের সঙ্গে ঘরে-বাইরে বসবাসের সুযোগ নিশ্চিত করা হবে।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের সম্পদের দিকে নজর দেয়া হবে। সম্পদ লুট বা বিদেশে পাঠানো হবে না। খুলনায় ৫৪ বছরে বন্ধ হওয়া শিল্প পুনরায় চালু করা হবে এবং যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
আরও পড়ুন <<>> চা খাওয়ার দাওয়াত দেয়াকে এরা হুমকি বলছে: মির্জা আব্বাস
তিনি জনগণকে ভোটের পাহারাদার হওয়ার আহবান জানান। প্রত্যেক নর-নারীর ভোট নিশ্চিত করতে সহায়তা করতে হবে। ডা. শফিকুর বলেন, ১৩ ফেব্রুয়ারি একটি অভিশাপমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা রয়েছে।
জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কার্যক্রম শুরু হয় খুলনার কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এছাড়া ইসলামী সংগীত পরিবেশন করেন প্রেরণা সাহিত্য সংসদ ও টাইফুন শিল্পী গোষ্ঠী।
আপন দেশ/এসএস/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































