ছবি: আপন দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ সদর দফতরের হল অব ইন্টেগ্রিটি-তে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্ব অতিক্রম করছে। বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এ নির্বাচনে পুলিশের পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা জনগণের আস্থার প্রধান ভিত্তি হবে।
আরও পড়ুন<<>>ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ
আইজিপি বাহারুল আলম বলেন, ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এ নিয়োগ শুধু চাকরিতে যোগদান নয়, বরং এটি ন্যায্য অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার প্রতীক।
উল্লেখ্য, এসব কর্মকর্তা ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন।
প্রবেশনারদের উদ্দেশে পুলিশ প্রধান বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের ফলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটেছে। আপনারা বৈধ অধিকার ফিরে পেয়েছেন। পূর্ববর্তী কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ভবিষ্যৎ পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।
পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় অপরাধের ধরন ও কৌশল বদলে যাচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে উঠছে।
তিনি বলেন, কেবল প্রচলিত পদ্ধতিতে পুলিশিং এখন আর যথেষ্ট নয়। প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা, বৈশ্বিক সচেতনতা এবং বুদ্ধিনির্ভর নেতৃত্ব। ডিজিটাল পরিসরেও সততা ও পেশাদারত্ব বজায় রাখার আহবান জানান তিনি।
আইজিপি এএসপি প্রবেশনারদের বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সময় শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার প্রতি কঠোর আনুগত্য বজায় রাখার নির্দেশ দেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































