Apan Desh | আপন দেশ

বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৫৯, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:০১, ২৭ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)–এ বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জন তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লুৎফে সিদ্দিকী বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্র শুল্ক কমানোর বিষয়ে ঘোষণা দিতে পারে। তবে বর্তমানে যে ২০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে, তা কতটা কমানো হবে-এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

তিনি জানান, দাভোসে সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশের সংস্কার কর্মসূচির সঙ্গে যুক্তরাষ্ট্রের অশুল্কনীতির মিলের বিষয়টি গুরুত্ব পায়।

আরও পড়ুন <<>> সুদের হারে আর নয়-ছয়ে ফিরবে না: গভর্নর

লুৎফে সিদ্দিকী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬০০ কোটি ডলারের বাণিজ্যঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এসব অগ্রগতি বিবেচনায় নিয়ে ওয়াশিংটন বাংলাদেশের ওপর বাণিজ্য বাধা কমাতে আন্তরিকতা দেখাচ্ছে। দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, ইইউ কমিশনার রোক্সানা মিনজাতু ও জোজেফ সিকেলার সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ইইউর সঙ্গে এফটিএ করতে আগ্রহী এবং বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ইইউ পক্ষও আগ্রহ দেখিয়েছে, তবে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তুলনামূলক ধীরগতির।

লুৎফে সিদ্দিকী আরও জানান, ইইউ বর্তমানে ভারতের সঙ্গে এফটিএ নিয়ে কাজ করছে। এরপর ভিয়েতনামের সঙ্গে আলোচনা এগোতে পারে, যা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

তবে তিনি বলেন, এতে আতঙ্কের কিছু নেই। আলোচনা অব্যাহত রাখতে হবে। পরবর্তী সরকারের জন্য এ বিষয়ে বিস্তারিত নোট রেখে যাবেন বলেও জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন