ছবি: সংগৃহীত
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)–এ বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জন তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লুৎফে সিদ্দিকী বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্র শুল্ক কমানোর বিষয়ে ঘোষণা দিতে পারে। তবে বর্তমানে যে ২০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে, তা কতটা কমানো হবে-এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
তিনি জানান, দাভোসে সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশের সংস্কার কর্মসূচির সঙ্গে যুক্তরাষ্ট্রের অশুল্কনীতির মিলের বিষয়টি গুরুত্ব পায়।
আরও পড়ুন <<>> সুদের হারে আর নয়-ছয়ে ফিরবে না: গভর্নর
লুৎফে সিদ্দিকী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬০০ কোটি ডলারের বাণিজ্যঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এসব অগ্রগতি বিবেচনায় নিয়ে ওয়াশিংটন বাংলাদেশের ওপর বাণিজ্য বাধা কমাতে আন্তরিকতা দেখাচ্ছে। দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, ইইউ কমিশনার রোক্সানা মিনজাতু ও জোজেফ সিকেলার সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ইইউর সঙ্গে এফটিএ করতে আগ্রহী এবং বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ইইউ পক্ষও আগ্রহ দেখিয়েছে, তবে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তুলনামূলক ধীরগতির।
লুৎফে সিদ্দিকী আরও জানান, ইইউ বর্তমানে ভারতের সঙ্গে এফটিএ নিয়ে কাজ করছে। এরপর ভিয়েতনামের সঙ্গে আলোচনা এগোতে পারে, যা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তবে তিনি বলেন, এতে আতঙ্কের কিছু নেই। আলোচনা অব্যাহত রাখতে হবে। পরবর্তী সরকারের জন্য এ বিষয়ে বিস্তারিত নোট রেখে যাবেন বলেও জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































