বিচারহীনতার ফাঁদে মুনিয়া-সাগর-রুনী হত্যা!
বাংলাদেশে বিচারপ্রক্রিয়া কতটা ধীর, কতটা প্রভাবাধীন—তার নগ্ন উদাহরণ সাগর-রুনী হত্যাকাণ্ড ও মুনিয়ার রহস্যমৃত্যু। দুই ঘটনাই একসময় জাতীয় আলোচনায় ছিল, কিন্তু আজ তদন্ত থেমে আছে, বিচার ঝুলে আছে। রাষ্ট্র নির্বিকার, আর সমাজ কেবল স্মৃতিচারণায় ব্যস্ত। প্রশ্ন উঠছে—আইনের শাসন কি আসলেই সকলের জন্য সমান? নাকি পুঁজি ও প্রভাবের কাছে ন্যায়বিচার জিম্মি?
০৬:৫১ পিএম, ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার