Apan Desh | আপন দেশ

বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩১, ৮ আগস্ট ২০২৫

বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস কবলিত বেলুচিস্তান রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে দেশটির সরকার। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩ সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এ পরিষেবা। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার।

বেলুচিস্তান ভৌগলিক আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম রাজ্য বা প্রদেশ। একই সঙ্গে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে জনবিরল, সল্পোন্নত এবং দারিদ্র্যপীড়িত রাজ্য। যেখানে পুরো পাকিস্তানের জনগণ ২৪ কোটি, সেখানে ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট বেলুচিস্তানের জনগণ মাত্র দেড় কোটি।

১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকেই স্বাধীনতা সংগ্রাম চলছে বেলুচিস্তানে। যাকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনী। পাকিস্তানের এ রাজ্যে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে নিয়মিতই সংঘাত হয় বিচ্ছিন্নতাবাদীদের।

আরওপড়ুন<<>>গাজা দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার

বেলুচিস্তান খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইসলামাবাদে আসীন কেন্দ্রীয় সরকার এবং পাকিস্তানের একান্ত নির্ভরযোগ্য মিত্র চীন যৌথভাবে এ সম্পদ উত্তোলন করে। তবে বেলুচ স্বাধীনতাকামীদের অভিযোগ, বেলুচিস্তানের এ সম্পদ লুট করছে ইসলামাবাদ এবং বেইজিং। কারণ বেলুচিস্তানের কোনো উন্নয়ন হচ্ছে না।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্যা দাবি করেছিল। কিন্তু তাদের দাবি মেনে না নেয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।

বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ রয়টার্সকে বলেন, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ কাছে। কারণ বিচ্ছিন্নতাবাদীরা এ পরিষেবাকে নিজেদের মধ্যে সমন্বয় এবং তথ্য শেয়ারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করছে বলে আমরা জানতে পেরেছি।

কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার বেলুচিস্তানে বোমা হামলায় এক সেনা কর্মকর্তা ও দুজন সেনা নিহত হয়। প্রাথমিক তদন্তে এ হামলার সঙ্গে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই ঘটনার পরই কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়