Apan Desh | আপন দেশ

গাজা দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৯:৩৪, ৮ আগস্ট ২০২৫

গাজা দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। শুক্রবার (০৮ আগস্ট) ভোরে এ পরিকল্পনার অনুমোদন করে নেতানিয়াহুর অফিস থেকে বিবৃতি প্রকাশ করা হয়।

টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা দখলের যে পরিকল্পনা প্রস্তাব করেছে, তা মন্ত্রিসভায় পাস হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘হামাসকে পরাজিত করার রূপরেখা’কে অনুমোদন দিয়েছে নিরাপত্তা মন্ত্রিসভার সদস্যরা।

বিবৃতিতে আরও জানানো হয়, যুদ্ধক্ষেত্রের বাইরে অবস্থানরত বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে সম্মত হয়েছে ইসরায়েল। পাশাপাশি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য যেসব শর্ত ইসরায়েল দেবে, তার মধ্যে পাঁচটি মূলনীতির প্রতি সমর্থন জানিয়েছেন মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য।

জানা গেছে, মন্ত্রিসভার এ বৈঠকে গাজা সিটি নিয়ন্ত্রণে নেয়ার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পরিকল্পনা অনুমোদন করেছে।

নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা সিটি দখলের অনুমোদিত পরিকল্পনা এবং ‘যুদ্ধ শেষ করার পাঁচটি উদ্দেশ্য’ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে, যা মন্ত্রিসভা সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি নেবে, তবে লড়াইয়ের এলাকায় ছড়িয়ে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা প্রদান করবে।

দখলের পাঁচটি মূল উদ্দেশ্য হলো: ১. হামাসকে নিরস্ত্র করা। ২.জীবিত ও মৃত—সব অপহৃতদের ফিরিয়ে আনা। ৩. গাজা উপত্যকাকে সামরিকীকরণমুক্ত করা। ৪. গাজা উপত্যকার ওপর ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা। ৫. এমন একটি বিকল্প বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়।

আরও পড়ুন<<>>যুক্তরাজ্যের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

বিবৃতির শেষে বলা হয়েছে, ‘মন্ত্রিসভার একটি সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করে, মন্ত্রিসভায় উপস্থাপিত বিকল্প পরিকল্পনাটি হামাসকে পরাজিত করা বা অপহৃতদের ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সক্ষম নয়।’

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ জানান, ইসরায়েলের লক্ষ্য হলো ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটি থেকে সকল ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে কেন্দ্রীয় ক্যাম্প ও অন্যান্য এলাকায় সরিয়ে নেয়া।

এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে এক্সে-এ এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ‘যেসব হামাস যোদ্ধা গাজা সিটিতে রয়ে যাবে, তাদের ওপর অবরোধ আরোপ করা হবে এবং একইসঙ্গে স্থল অভিযান চালানো হবে।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার সংবাদদাতা শিহাব রতনসি জানান, ইসরায়েলের গাজা দখলের এ পরিকল্পনার আভাস গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প কার্যত নেতানিয়াহুর যেকোনো পদক্ষেপকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এটা ইসরায়েলিদের সিদ্ধান্ত।

বৃহস্পতিবার ফক্স নিউজ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। তবে একইসঙ্গে তিনি জানান, ইসরায়েল গাজায় শাসনকারী হিসেবে থাকতে চায় না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ