Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১২:৩২, ১৭ জুলাই ২০২৫

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। অসহায় ক্ষুধার্ত মানুষগুলো যখন সামান্য খাবারের আশায় ত্রাণ নিতে যাচ্ছেন, তখনই তাদের পাখির মত গুলি করে মারা হচ্ছে। কিন্তু বিশ্ব মানবাধিকারের ধারক-বাহকরা সেদিকে কর্ণপাত করছেন না। এক প্রকার বিনা বাঁধায় হত্যাযজ্ঞে মেতে উঠেছে দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কিয়ে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে গত অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৪টি মরদেহ আনা হয়েছে এবং ২৫২ জন আহত হয়েছে। ইসরায়েলের এ হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধারকারীদের পৌঁছাতে না পারায় অনেক ক্ষতিগ্রস্ত এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকা পড়ে আছে।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫১ জন এবং আহত হয়েছে ৫ হাজার ৬৩৪ জন।

এ ছাড়া, ১৮ মার্চ গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে ৭ হাজার ৭৫০ জন নিহত এবং ২৭ হাজার ৫৬৬ জন আহত হয়েছে, যা গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিকে ভঙ্গ করেছে।

গত নভেম্বরে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। এ ছাড়া, গাজায় যুদ্ধ চালানোর জন্য আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়