Apan Desh | আপন দেশ

ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহবান যুক্তরাষ্ট্র-চীন-জি-৭’র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ১০ মে ২০২৫

আপডেট: ১৪:২৯, ১০ মে ২০২৫

ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহবান যুক্তরাষ্ট্র-চীন-জি-৭’র

ছবি: সংগৃহীত

জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। এমন পরিস্থিতিতে উভয় দেশকে চলমান সংঘাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের  আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ধনী দেশগুলোর জোট জি-৭।

শনিবার (১০ মে) সকালে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাকিস্তানি গণমাধ্যম ডনে প্রকশিত এ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে 'গঠনমূলক আলোচনার' জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, রুবিও 'উভয় পক্ষকে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহবান জানিয়েছেন এবং ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরুর জন্য মার্কিন সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন<<>> ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের

একই দিন বেইজিং থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে যুদ্ধের পরিসর না বাড়ানোর আহবান জানিয়েছে। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে গত চার দিনের সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার প্রেক্ষাপটে চীন এ আহবান জানাল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, আমরা ভারত ও পাকিস্তান উভয়কে শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়ার, শান্ত ও সংযত থাকার, শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার এবং উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার উদাত্ত আহবান জানাই।

অন্যদিকে, শুক্রবার (০৯ মে) বিশ্বের ধনী সাত দেশের জোট জি-৭ ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে 'অবিলম্বে উত্তেজনা কমানো' এবং 'সর্বোচ্চ সংযম' দেখানোর আহবান জানিয়েছেন। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আরও সামরিক উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তারা আরও বলেন, দুই দেশেরই 'শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সরাসরি সংলাপে বসা উচিত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়