Apan Desh | আপন দেশ

মিয়ানমারে মৃতের সংখ্যা ২৭শ ছাড়ালো, ত্রাণ পৌঁছানো জটিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ১ এপ্রিল ২০২৫

মিয়ানমারে মৃতের সংখ্যা ২৭শ ছাড়ালো, ত্রাণ পৌঁছানো জটিল

ছবি: সংগৃহীত

শতাব্দির ভয়াবহতম ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালালেও গৃহযুদ্ধের কারণে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

সোমবার (৩১ মার্চ) টেলিভিশনে দেয়া ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং জানিয়েছেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৪ হাজার ৫২১ জন, নিখোঁজ রয়েছেন আরও ৪৪১ জন। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে পারে।

গত শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে শত শত বছরের পুরনো গির্জাসহ আধুনিক ভবন ধসে পড়ে।

আরও পড়ুন<<>> ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ, ডানপন্থী জোটে উত্তেজনা তীব্র

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারী কার্যালয়ের তথ্য অনুযায়ী, মান্দালয় শহরে জাতিসংঘ পরিচালিত একটি প্রাক-বিদ্যালয় ধসে ৫০ শিশু ও দুই শিক্ষক নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, বিশুদ্ধ পানি, স্যানিটেশন সরঞ্জাম ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) জানিয়েছে, ভূমিকম্পকবলিত মানুষজন এখনো পরাঘাতের (আফটারশক) ভয়ে রাস্তায় কিংবা খোলা মাঠে রাত কাটাচ্ছেন। বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় আশ্রয়, খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা জরুরি হয়ে পড়েছে।

এ ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককে একটি আকাশচুম্বী ভবন ধসে পড়ে। সেখানে চাপা পড়াদের জীবিত উদ্ধারে অভিযান চলছে, তবে উদ্ধারকারীরা বলছেন, পরিস্থিতি জটিল হওয়ায় জীবিত উদ্ধারের আশা কমে আসছে।

ত্রাণ ও উদ্ধার সংস্থাগুলো বলছে, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের দ্রুত উদ্ধারে সেনা বাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব প্রকট হয়ে উঠেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা