Apan Desh | আপন দেশ

স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৪, ১২ সেপ্টেম্বর ২০২৪

স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

পূর্ব উপকূলে স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এমনটা দাবি করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম। 

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার শত্রু দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার ঘোষণা দেন। এর একদিন পরই স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল। 

দক্ষিণ কোরিয়ার সেনা প্রধান জানিয়েছেন, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এগুলো ৩৬০ কিলোমিটার পথ অতিক্রম করে জাপান এবং দক্ষিণ কোরিয়ার জলাসীমায় পড়ে। 

তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনা প্রধান বলেন, এ ঘটনা সুস্পষ্ট উষ্কানীমূলক। এমন পরিস্থিতিতে কোরিয়া উপদ্বীপে শান্তি বজায় রাখা কঠিন হয়ে পড়বে। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়