Apan Desh | আপন দেশ

হাইকোর্টের নির্দেশে সারাদেশে অ্যান্টিভেনম পাঠাচ্ছে ডিজিডিএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ৯ নভেম্বর ২০২৫

হাইকোর্টের নির্দেশে সারাদেশে অ্যান্টিভেনম পাঠাচ্ছে ডিজিডিএ

ফাইল ছবি

হাইকোর্টের নির্দেশে সারাদেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)। শনিবার (০৮ নভেম্বর) অধিদফতরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।

এর আগে অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। এ রিটের প্রাথমিক শুনানিতে এ বছরের ১৮ আগস্ট উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 

আরও পড়ুন<<>>জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিরোধমূলক চিকিৎসা উন্নয়ন জরুরি: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছিল।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়