Apan Desh | আপন দেশ

স্বাস্থ্য

স্বাস্থ্য বিষয়ক সব ধরনের খবর সংগ্রহই আমাদের প্রচেষ্টা।

কনকনে শীতেও শরীর গরম রাখবে যে ৩ খাবার

কনকনে শীতেও শরীর গরম রাখবে যে ৩ খাবার

চলছে শীতের মৌসুম। গত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারা দেশে কনকনে শীত পড়েছে। এই অবস্থায় শরীর গরম রাখতে খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনলেই মিলতে পারে দারুণ উপকার। এমন কিছু খাবার আছে, যেগুলো শরীরের ভেতর থেকে তাপ উৎপন্ন করে ঠান্ডা কমাতে সাহায্য করে।দেখে নিন এই ৩ খাবার সম্পর্কে- আদা ও মশলাযুক্ত খাবার : আদা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গের মতো মসলা শরীরের রক্তসঞ্চালন বাড়ায়। আদা চা বা মশলাযুক্ত স্যুপ শীতের সকালে শরীর দ্রুত উষ্ণ করে। গরম ভাত ও শস্যজাত খাবার : ভাত, ওটস, আটার রুটি, ভুট্টা—এগুলো শরীরে শক্তি জোগায় এবং হজমের সময় তাপ তৈরি করে। শীতে গরম ভাত বা খিচুড়ি শরীরকে ভেতর থেকে আরাম দেয়।

০৯:৫০ এএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement