ছবি: আপন দেশ
সাভারের আশুলিয়ায় একটি বাসায় অগ্নিকাণ্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বুধবার (২৮ জানুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে আশুলিয়ার ইসলামপুর এলাকায় ঘটনাটি ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং আপন দুই ভাই রায়হান ও রাহাত। রায়হান ও রাহাতের বয়স ও পেশা জানা যায়নি।
আহতদের স্বজন ও বন্ধুরা জানান, সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য। পাশাপাশি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের হলে থাকতেন।
তারা আরও জানান, আশুলিয়ার ইসলামপুর ৬ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকেন সাইফুলের বন্ধু রায়হান ও তার ভাই রাহাত। ওই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সে বিরোধ মেটাতে সেখানে যান সাইফুল।
একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। অভিযোগ রয়েছে, তখন রায়হান ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে রায়হান, রাহাত, সাইফুল ও হাসিনুর দগ্ধ হন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতেই সাইফুল ও হাসিনুরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। অপর দুই ভাইকে ভর্তি করা হয় মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে।
আরও পড়ুন <<>> থাইরয়েড ক্যান্সারের প্রাথমিক লক্ষণ
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাইফুলের শরীরের প্রায় ৩০ শতাংশ এবং হাসিনুরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকেই ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, আশুলিয়ার জিরাবো মডেল ফায়ার স্টেশনের ডিউটি ম্যান জুলহাস উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে মঙ্গলবার রাতে দুটি ইউনিট রওনা দেয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভানোয় ইউনিটগুলো ফিরে আসে।
আপন দেশ/এসএস




































