অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
বিয়ের চার বছর পর মা হয়েছেন ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শুক্রবার (০৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন বলিউড নায়িকা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন তারকা দম্পতি ভিকি-ক্যাটরিনা।
ভিকি ও ক্যাটরিনা দু’জনেই স্যোশাল মিডিয়ায় এক যৌথ পোস্টে এ খবর জানিয়েছেন। পোস্টে তারা লিখেছেন, আমাদের বাড়িতে সুখ এসেছে। আমরা আমাদের বাচ্চা ছেলেকে স্বাগত জানাই… ৭ নভেম্বর ২০২৫।
ভিকি পোস্টটি শেয়ার করে লিখেছেন, “আশীর্বাদ।” খবর প্রকাশ্যে আসতেই একের পর এক তারকা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
কারিনা কাপুর লিখেছেন, ক্যাট… ছেলের মা ক্লাবে স্বাগতম! তোমার এবং ভিকির জন্য খুব খুশি। প্রিয়াঙ্কা চোপড়া মন্তব্য করেছেন, তোমাদের দু’জনের জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।
আরও পড়ুন<<>>‘ডোডোর গল্প’র অভিজ্ঞতা জানালেন পরীমনি
এছাড়া অভিনন্দন জানিয়েছেন আয়ুষ্মান খুরানাও। তিনি লিখেছেন, সেরা খবর! অভিনন্দন তোমাদের দুজনকেই। এদিকে ছোট্ট রাজপুত্রকে ঘিরে এখন খুশির আমেজ কাইফ–ভিকি পরিবারে।
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তার পর থেকে তাদের প্রেম, দাম্পত্য, ছুটির ছবি, একসঙ্গে উপস্থিতি—সবকিছুই বারবার খবরের শিরোনাম হয়েছে।
গত সেপ্টেম্বরেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা—তারা মা–বাবা হতে চলেছেন। এর পর থেকেই বলিউডের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সে বিশেষ দিনের জন্য। কবে আসছে ‘ভিকি-ক্যাট’-এর ঘরে নতুন সদস্য, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে নানা জল্পনা, আলোচনা, ফিসফাস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































