Apan Desh | আপন দেশ

‘ডোডোর গল্প’র অভিজ্ঞতা জানালেন পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ৬ নভেম্বর ২০২৫

‘ডোডোর গল্প’র অভিজ্ঞতা জানালেন পরীমনি

আলোচিত অভিনেত্রী পরীমনি

বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। নানা কারণে প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন এ চিত্রনায়িকা। তবে অনেক দিন থকেই তার কোনো সিনেমা আসছিল না। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে ভক্তদের। সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পরী।

দীর্ঘ প্রতীক্ষার সে ছবিটি মুক্তি পাচ্ছে। এ ছবির প্রচারণা শুরু সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন পরীমনি।

ইনবক্সে ভক্তদের পাঠানো ‘ডোডোর গল্প’ মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন জানিয়ে এ অভিনেত্রী বলেন, ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এ বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড।

আরও পড়ুন<<<>>>কণার প্রেমের নদী’তে আলভি-জেরিন

এ ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তিনি বলেন, প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা একটা দারুন ব্যাপার আমার জন্য।

‘ডোডোর গল্প’র অভিজ্ঞতা তার কাছে এক লাইফটাইমের এক্সপেরিয়েন্স বলে উল্লেখ করেন পরীমনি। তিনি জানান, ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।

পরীমনি বলেন, বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি, ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এ লুকটা আসবে এবং সিনেমার এ্যান্ড পার্ট।

সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়ে এসে পরীমনি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়