Apan Desh | আপন দেশ

প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন শাবনূর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ২৭ জুলাই ২০২৫

প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন শাবনূর

জনপ্রিয় অভিনেত্রী শাবনূর

মাত্র ১৪ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। ইতিমধ্যেই টানা দেড় যুগ কাটিয়ে দিয়েছেন বড় পর্দায়। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে সমসাময়িক নায়িকাদের মধ্যে ঢালিউডের সেরা আসনটি নিজের করেও নিয়েছিলেন। এখনও শাবনূর একটি জনপ্রিয় নাম। এক যুগের বেশি সময় ধরে অনিয়মিত তিনি। বিয়ে ও সংসারী হয়েছেন। থাকেন দেশের বাইরে। পরিবারের সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ী হয়েছেন। সম্প্রতি ফেসবুক কাণ্ডে বিব্রত শাবনূর। তার নামে একাধিক আইডি এবং পেজ রয়েছে যা নিজের নয় বলে দাবি করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। 

একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূর সেজে ফেসবুক পেজ ভেরিফায়েড করে নিয়েছে। সম্প্রতি বিষয়টি টের পান শাবনূর। পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা শাবনূরকে সে ফেসবুক পেজের লিংক ও স্ক্রিনশর্ট পাঠানোর পর নিশ্চিত করেন, সত্যায়িত শাবনূর নকল। তবে সেখানে যা যা তথ্য দেয়া রয়েছে, তা আসল শাবনূরের।  

শাবনূর বলেন, ফেসবুক পেজ যারা ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এ প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তোবা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। না হলে তো ভেরিফায়েড করতে পারত না। সবাই আমাকে জানানোর পর, বিষয়টি নিয়ে আমি চিন্তিত।

এ অভিনেত্রী জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে তিনি এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।

তিনি বলেন, আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এ পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন। 

শাবনূর জানালেন, নকল শাবনূর সেজে যে পেজটি সত্যায়িত করা হয়েছে, সেখানে মোট ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি। তার আসল আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয়, তা পর মুহূর্তে সে পেজে পোস্ট করা হয়। খুবই কৌশলে পেজটি চালানো হয়। আমি আসলে সবচেয়ে বেশি চিন্তিত এ কারণে, পেজটি যেহেতু সত্যায়িত, সবাই ভাববে এটি আমারই। এরপর আমার হয়ে যেকোনো ধরনের অন্যায়, অপরাধ করতে পারে, যার কোনো কিছুই হয়তো আমি জানি না, দায়টাও আমার নয়। আমি ফেসবুক কৃর্তপক্ষকেও বিষয়টি অবহিত করছি।

বেশ কয়েক বছর ধরে শাবনূর চলচ্চিত্রে অনিয়মিত। তিনি এখন বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তার একমাত্র সন্তান আইজান নিহান অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়