Apan Desh | আপন দেশ

নিজ বাসায় হেনস্তার শিকার বলিউড অভিনেত্রী, অত:পর...

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ২৩ জুলাই ২০২৫

নিজ বাসায় হেনস্তার শিকার বলিউড অভিনেত্রী, অত:পর...

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত

নিজের বাড়িতেই হেনস্থা হচ্ছেন বলিউডের জনপ্রিয় নায়িকা তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন তিনি। এবার ক্যামেরার সামনে এসে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছেন তনুশ্রী। জানিয়েছেন, গত চার পাঁচ বছর ধরে হেনস্থার শিকার হচ্ছেন তিনি।

অনবরত তার বাড়ির সামনে এসে হেনস্থা করা হচ্ছে। এমনকি পরিচারিকার বেশ ধরে এসে তার ক্ষতি করার চেষ্টাও করেছেন অনেকে। সমাজমাধ্যমে ভিডিও করে ভক্তদের কাছে সাহায্য চেয়েছেন অভিনেত্রী।

ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলেন, নিজের বাড়িতেই আমি নির্যাতিত। আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই।

তিনি বলেন, গত চার-পাঁচ বছর ধরে আমার ওপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হয়।

আরওপড়ুন<<>>দয়া করে পাইলটকে দোষ দেবেন না: হিমি

শুধু বাড়ির ভেতরেই নয়, তনুশ্রী আরও জানান যে তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। এ অবস্থায় সামাজিকমাধ্যমে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে ঠিক কী কারণে তার ওপর এ হেনস্তা চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। তনুশ্রীর এমন কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

গত কয়েক বছরে আধ্যাত্মিকতাতেও ডুব দিয়েছিলেন তনুশ্রী। ২০২৩ সাল থেকে ধর্মীয় আচার নিয়ে ব্যস্ত হন তিনি। কখনও মন্দিরে গিয়ে পুজো দেন। কখনও আবার তাঁকে ধর্মীয় মন্ত্রপাঠ করতে দেখা যায়। কিন্তু কেন হঠাৎ এ বদল এল তার।

উল্লেখ্য, ২০০৫ সালে তনুশ্রী অভিনীত ‘আশিক বনায়া আপনে’ ঝড় তুলেছিল। তার পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বলিউড থেকে দূরে সরে যান তিনি। ২০১৮ সালে আবার শিরোনামে উঠে আসেন বলিউডের এ আবেদনময়ী অভিনেত্রী। সে সময়ে তিনি অভিযোগ করেন, নানা পটেকর তাকে ‘হর্ন ওকে’ ছবির সময়ে যৌন হেনস্থা করেছিলেন। বিষয়টি নিয়ে তখন বিস্তর জলঘোলা হয়েছিল। তবে ওই মামলায় ২০১৯ সালে অব্যাহতি পান নানা পটেকর। এর পরেই আধ্যাত্মিকতার পথ খুঁজতে থাকেন তনুশ্রী। এক বছরের বেশি একটি আশ্রমেও থেকেছেন তিনি।
 
আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়