
জান্নাতুল সুমাইয়া হিমি
দুচোখে স্বপ্ন ছিল অকাশ ছোঁয়ার। আর দায়িত্ব ছিল দেশ মাতৃকার সুরক্ষায় আকাশে উড়ার। তবে সে দায়িত্ব পালনের শেষ প্রশিক্ষণে না ফেরার দেশে চলে গেলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ সাগর। বিধ্বস্ত হয়ে মর্মান্তিক মৃত্যু তার। সাগরের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
এবার তাকে নিয়ে এক দীর্ঘ আবেগঘন পোস্ট দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ফেসবুক পোস্টটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি চেষ্টা করেছেন, তিনি সত্যিই চেষ্টা করেছেন। তিনি জানতেন এটা একটি স্কুল, তিনি জানতেন আশপাশে শিশু রয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন, বিমানের গতি সরিয়ে নিতে চেয়েছেন। তিনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। তিনি সে বিমানের সঙ্গেই ঝরে গেছেন।
বাংলাদেশ বিমান বাহিনীকে সামগ্রিকভাবে অসম্মান করবেন না। তারা আমাদের রক্ষা করে, দেশের জন্য জীবন বাজি রাখে প্রতিদিন। কিন্তু এর মানে এ না যে আমরা চুপ করে থাকবো। আমাদের কঠিন প্রশ্ন করতে হবে। আমাদের স্বচ্ছতা দাবি করার অধিকার আছে।
আরওপড়ুন<<>>বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য মন কাঁদছে পড়শীর
আর যদি কোথাও গাফিলতি থাকে, যদি কারও ভুল সিদ্ধান্ত প্রাণহানির কারণ হয়ে থাকে, তবে তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। দোষ দিন না ককপিটে থাকা মানুষটিকে, দোষ দিন তাকে, যে জনবহুল শহরের ওপরে প্রশিক্ষণ ফ্লাইট চালানোর অনুমোদন দিয়েছে। আসল দায়িত্ব সেখানেই।
আর দোষ দিন তাদের, যারা এখনো পর্যন্ত আমাদের পুরোনো যুদ্ধবিমান দিয়ে উড়তে বাধ্য করছে। একটি উন্নয়নশীল দেশ হিসেবে, কেন আমরা এখনো ১৯৬০ সালের নকশায় তৈরি এবং ২০১৩ সালে যার উৎপাদন বন্ধ হয়েছে। চীনে তৈরি F-7 যুদ্ধবিমান ব্যবহার করছি?
এ বিমানগুলো শুধু পুরোনোই নয়, আধুনিক শহুরে অভিযানের জন্য সম্পূর্ণভাবে অনুপযুক্ত। এগুলো ব্যবহার করে আমরা শুধু আমাদের পাইলটদের জীবন ঝুঁকিতে ফেলছি না। বরং নিচের অসংখ্য সাধারণ মানুষের জীবনও হুমকির মুখে ঠেলে দিচ্ছি। এটা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা এক বিশাল ব্যর্থতা চিন্তাভাবনার, পরিকল্পনার এবং নেতৃত্বের। তিনি শহীদ হয়েছেন বীরের মতো। স্যালুট জানাই তোমাকে ভাই।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এ ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী হতাহত হয়। এছাড়া নিহত বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ সাগর।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।