Apan Desh | আপন দেশ

শতকোটির পথে আমিরের ‘সিতারে জমিন পার’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ২৭ জুন ২০২৫

শতকোটির পথে আমিরের ‘সিতারে জমিন পার’

ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। দীর্ঘ তিন বছর পর ‘সিতারে জমিন পর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরলেন। আর ফিরেই বাজিমাত করলেন বক্স অফিসে।

দর্শকপ্রিয়তায় মানবিক কাহিনি নির্ভর সিনেমাটি মুক্তির ৭ দিন পেরেতোই জায়গা করে নিতে চলেছে ১০০ কোটির ক্লাবের সিনেমার তালিকায়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘সিতারে জমিন পর’ সিনেমার মাধ্যমে আবারও বলিউডে নিজের অবস্থান প্রমাণ করলেন জনপ্রিয় বলিউড তারকা আমির খান।

চলতি বছরের ২১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এতে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন আমির। যিনি বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের একটি দলকে প্রশিক্ষণ দেন। সিনেমায় বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের ভূমিকায় রয়েছেন এক ঝাঁক অভিনয়শিল্পী।

আরওপড়ুন<<>>রিয়া মনির জন্য আত্মহত্যার চেষ্টা হিরো আলমের!

হৃদয়স্পর্শী কাহিনি নির্ভর হওয়ায় প্রেক্ষাগৃহে সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়ছে। বলিউডের বক্স অফিস রিপোর্ট বলছে, প্রথম দিনে ‘সিতারে জমিন পর’ সিনেমাটির আয় ১০ কোটি ৭ লাখ রুপি, দ্বিতীয় দিন আয় বেড়ে হয় ২০ কোটি ২ লাখ, তৃতীয় দিন এ আয় আরও বেড়ে ২৭ কোটি ২৫ লাখ ছাড়িয়ে যায়।

মুক্তির চতুর্থ দিনে দর্শক কিছুটা কমে যায়। তাই আয় দাঁড়ায় ৮ কোটি ৫ লাখে। পঞ্চম দিনে সিনেমাটি আয় করে ৮ কোটি ৫ লাখ রুপি এবং ষষ্ঠ দিনে আয় করে ৭ কোটি ২৫ লাখ রুপি।

শুক্রবার (২৭ জুন) প্রেক্ষাগৃহে ‘সিতারে জমিন পার’র সপ্তম দিন চলছে। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৬ কোটি ৭৫ লাখ রুপি। সাত দিনের হিসেবে সিনেমাটির মোট আয় প্রায় ৮৯ কোটি রুপি। ভারতীয় সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, আজই হয়তো ‘সিতারে জমিন পার’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

উল্লেখ্য, ২০০৭ সালের হিট সিনেমা 'তারে জমিন পার'-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। আরএস প্রসন্ন পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির খান। তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়