Apan Desh | আপন দেশ

‘ওকে একদম পছন্দ করি না, খুব খারাপ অভিনেতা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ২৬ মে ২০২৫

‘ওকে একদম পছন্দ করি না, খুব খারাপ অভিনেতা’

সালমান খান-কারিনা কাপুর

বলিউডে অন্যতম প্রতিষ্ঠিত ও জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর। বলিউড কিং শাহরুখ খান থেকে শুরু করে সালমান ও আমির খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। আর দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় সব সিনেমা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন খানকে নিয়ে মুখ খুলেছেন ‘নবাব বেগম’ কারিনা। আর সেখানেই সালমান খানকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন তিনি।

উমেশ জীভনানির সঙ্গে কথোপকথনে কারিনাকে প্রশ্ন করা হয়, তিন খান সম্পর্কে তার কী মতামত? এ প্রশ্নেই অকপট নবাব বেগম বলেন, শাহরুখের সম্পর্কে আমাকে জিগ্গেস করবেন না। আমি ওর প্রেমেই পড়ে যাই। আমি যদি ওর সম্পর্কে বলতে শুরু করি, তাহলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে। তবুও ওর কথা বলে শেষ হবে না।

অমিতাভ বচ্চন ও শাহরুখ এ দুই অভিনেতাই আমার খুব প্রিয়। শাহরুখের 'পাশের বাড়ির ছেলে' টাইপ ব্য়ক্তিত্বটাই তাকে আকর্ষণ করে বলে জানিয়েছেন কারিনা কাপুর।

আরওপড়ুন<<>>ভাঙল ১৭ বছরের সংসার, নতুন প্রেমে অভিনেত্রী!

আর আমির? এ প্রশ্নের উত্তরে কারিনা বলেন, আমিরও ভালো। হাম হ্যায় রাহি প্যায়ার কে এবং কিউএসকিউটি (কায়ামত সে কায়ামত তক) ছবিতে আমিরকে সত্যিই ভালো লেগেছে। কিন্তু তিন খানের মধ্যে যদি বাছতে বলেন, তাহলে আমি শাহরুখের ভক্ত।

আর সালমান খানকে নিয়ে কী বলতে চান? এ প্রশ্নে কারিনার সাফ জবাব, আমি মোটেও সালমানের ভক্ত নই। আমি ওকে পছন্দ করি না, ও খুব খারাপ অভিনেতা। আমি এটা ওকেও বলি। ও সবকিছুকেই অতিরঞ্জিত করে তোলে।

এদিকে কারিনার এমন সাক্ষাৎকারের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে।

উল্লেখ্য, শাহরুখের সঙ্গে অশোকা (২০০১), রা.ওয়ান (২০১১)-এর মতো ছবিতে অভিনয় করেছেন কারিনা কাপুর। আবার আমিরের সঙ্গেও থ্রি ইডিয়টস (২০০৯), লাল সিং চাড্ডার (২০২২) মতো ছবিতে কাজ করছেন তিনি। আর 'ভাইজান' সালমানের সঙ্গে বডিগার্ড (২০১১), কিঁউ কি (২০০৫) এবং ম্যায় অর মিসেস খান্না (২০০৯)র মতো ছবিতে কাজ করেছেন কারিনা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়