Apan Desh | আপন দেশ

তারকাহীন মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ২ জানুয়ারি ২০২৪

তারকাহীন মাহি

ছবি: আপন দেশ

সিনেমার পর্দা ছেড়ে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভোটের বাকি আর চারদিন। বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

প্রচারণায় ভোটাদের বাড়ি গেলে তারা সানন্দেই গ্রহণ করছেন মাহিকে। চিত্রনায়িকার কথা শুনে অনেকেই তাকে ভোট দেবেন বলেও জানান।

এদিকে মাহির নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষ থাকলেও নেই শোবিজের তারকারা। স্বামী রাকিব সরকার এবং তার দলের লোকদেরই সবসময় দেখা যাচ্ছে। অন্যদিকে সংগীতশিল্পী মমতাজ, চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় কাজ করছেন অনেক তারকাই।

আরও পড়ুন>> শাবনূরের ভক্তদের প্রশ্ন, পোশাক নিয়ে উষ্মা

মাহির নির্বাচনী প্রচারণায় শোবিজের তারকাদের কেন দেখা যাচ্ছে না? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মনে।

রাজশাহীর গোদাগাড়ী-তানোর উপজেলার প্রতিটা বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন মাহি। মুহূর্তেই এসব ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রসঙ্গত, নির্বাচনে জয়ী হলে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নের কথাও বলছেন মাহি। শুধু তাই নয়, জয় পেলে নির্বাচনী এলাকার নারীদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন এই নায়িকা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়