ছবি : আপন দেশ
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে । মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়।
প্রায় দুই দশক পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নির্বাচনে ২১টি পদের বিপরীতে লড়াই করছেন ১৫৮ জন।
এ ছাড়া নারী শিক্ষার্থীদের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ১৩ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন।
আরও পড়ুন : ‘ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন বাণিজ্যে প্রভাব পড়বে না’
মোট ৩৯টি কেন্দ্রে ভোটার প্রায় ১৭ হাজার শিক্ষার্থী। নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বামদল ও জাতীয় ছাত্রশক্তির চার প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































