Apan Desh | আপন দেশ

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৫, ২০ নভেম্বর ২০২৫

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের জন্য সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয় নামে একটি সাপ্তাহিক স্কুল উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিতের ব্যক্তিগত উদ্যোগে ও তত্ত্বাবধানে শিক্ষালয়টির যাত্রা শুরু হয়।

উদ্বোধনের দিন প্রায় ১০০ জন শিশুকে নতুন বই, পোশাক ও খাবার দেয়া হয়। পাশাপাশি শিক্ষালয়ের পরিবেশ তৈরির জন্য পাটি-কার্পেট, চেয়ার–টেবিল, দুটি হোয়াইটবোর্ড, মার্কার এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। 

আরও পড়ুন<<>>রাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার হলেন আপন দেশ- এর রাফাসান আলম

প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল ৯টায় ক্লাস নেয়া হবে। এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে দু’জনকে স্থায়ী শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিহাব নামের এক শিশু বলেন, আমরা অনেকেই বাবা-মা ছাড়া বড় হচ্ছি। ছাত্রদলের এ স্কুল আমাদের শেখার সুযোগ দিয়েছে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। চাকরি করে ভালো জীবন গড়তে চাই।

সুমন নামে আরেক শিশু জানায়, বই পেয়ে খুব ভালো লাগছে। এখন থেকে নিয়মিত পড়ব। তারেক রহমানকে ধন্যবাদ, তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন।

শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া জবি বাংলা বিভাগের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, কোনো সুবিধাবঞ্চিত শিশু অপরাধে জড়াক—এটা আমরা চাই না। শিক্ষার মাধ্যমে তাদের সঠিক পথে এগিয়ে নিতেই উদ্যোগটি।

উদ্বোধনী অনুষ্ঠানে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, তারেক রহমান সব সময় শিক্ষার ওপর গুরুত্ব দেন। ন্যায়, মানবতা ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় শিক্ষা অপরিহার্য—এ বিশ্বাস থেকেই পথশিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেয়ার চেষ্টা। ভবিষ্যতে ইতিবাচক সাড়া পেলে স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়টি বিবেচনা করা হবে। যেন কোনো গোষ্ঠী পথশিশুদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে—সেই লক্ষ্যেই আমরা শিক্ষালয়টি চালু করেছি।

তিনি আরও বলেন, ফুটপাতে থাকা শিশুরা সহজে মাদক বা অপরাধ জগতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে। তাই তাদের নিরাপদ ভবিষ্যতের জন্য নিয়মিত শিক্ষা অত্যন্ত জরুরি। এ উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা এবং সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় থাকতে পারেন খালেদা পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল নারীর নিরাপত্তা ছাড়া দেশ এগোতে পারবে না: তারেক রহমান শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সম্মিলিত নিরাপত্তা প্রচেষ্টার আহবান প্রধান উপদেষ্টার যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮ কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসছেন আজ ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর শততম টেস্টে মুশফিকের ইতিহাস নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়: সিইসি উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ ১০ ঘন্টা পর মুক্ত সাংবাদিক সোহেল জাপানে আগুন জ্বলছেই, ১৭০ বাড়ি ছাই