Apan Desh | আপন দেশ

কর্মবিরতি স্থগিত, শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৯, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:১৫, ১০ নভেম্বর ২০২৫

কর্মবিরতি স্থগিত, শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

ছবি : আপন দেশ

তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। সেখান থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। তবে সোমবার (১০ নভেম্বর) থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার (০৯ নভেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেয় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। 

আরও পড়ুন<<>>প্রাথমিকে শারীরিক শিক্ষা শিক্ষক পুনর্বহালের দাবি রাবিতে মানববন্ধন

পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের জানানো হয়েছে, সোমবার আন্তঃমন্ত্রণালয় সভা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার অগ্রগতি হওয়ায় আপাতত কর্মবিরতি স্থগিত করেছি আমরা। তবে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

এদিকে এতদিন ধরে চলা কর্মবিরতির কারণে একরকম স্থবির হয়ে পড়েছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম। শিশুরা বিদ্যালয়ে গেলেও শ্রেণিকক্ষে ক্লাস নেননি শিক্ষকরা। ভেঙে যায় তাদের পাঠচক্র (গ্রুপভিত্তিক পড়ালেখা)। শিক্ষার প্রতি আগ্রহও হারিয়ে ফেলে অনেকে। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিভাবক ঐক্য ফোরাম। এখন শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারে আবারও শ্রেণিকক্ষে প্রাণ ফিরবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়