Apan Desh | আপন দেশ

খুবিতে রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্বাধীন-তুহি

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

খুবিতে রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্বাধীন-তুহি

ছবি: আপন দেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) রাজশাহী জেলার বর্তমান-প্রাক্তন স্টুডেন্টদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এ অ্যাসোসিয়েশন খুবিতে রাজশাহীর শিক্ষার্থীদের এবং অ্যালামনাইদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে।

এ সংগঠনের সভাপতি হিসেবে স্কাল্পচার ডিসিপ্লিনের ২৩তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসেন স্বাধীন এবং সাধারণ সম্পাদক হিসেবে ম্যাথমেটিকস ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী সাদিয়া শাতিয়ার তুহি নির্বাচিত হয়েছেন।

আরওপড়ুন<<>>বন্ধ ক্যাম্পাসেও রাকসুর প্রচারণা চালাচ্ছে ছাত্রদল

সোমবার ( ২৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীদের উপদেষ্টা হিসেবে রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পূর্ববর্তী কমিটির সভাপতি সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস. এম. ফাতেমা আক্তার।

এছাড়াও অ্যাসোসিয়েশনের শিক্ষক উপদেষ্টা হিসেবে আছেন স্কাল্পচার ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রওনক হাসান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়