Apan Desh | আপন দেশ

খুবিতে ’মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

খুবিতে ’মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা

ছবি: আপন দেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে খুবি ম্যাথ ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ০১ নম্বর অ্যাকাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুবি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথ  ক্লাব শিক্ষার্থীদের জন্য বিরাট সুযোগের পথ উন্মোচন করবে। এ ক্লাব শুধু ম্যাথ ডিসিপ্লিনই নয়, অন্যান্য ডিসিপ্লিনের মধ্যে সুসম্পর্ক ও সংযোগ স্থাপনে সহায়তা করবে। যা ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, একটি ক্লাব পরিচালনা করতে অর্থের প্রয়োজন। তাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। যাতে ভবিষ্যতে আরও সফলভাবে এবং বড়ও পরিসরে ক্লাবটি পরিচালিত হতে পারে।

আরওপড়ুন<<>>রাবির পোষ্য কোটা: প্রভিসি-প্রক্টর-আন্দোলনকারীদের হাতাহাতি

এছাড়াও গণিত ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী বলেন, আজকের এ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আমি বিজয়ীদের শুভকামনা জানাচ্ছি। আশা করি, এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত চর্চা সমৃদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণিত ডিসিপ্লিনের  অধ্যাপক ড. মো. মাহমুদ আলম, অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস, অধ্যাপক ড. সরদার ফিরোজ আহম্মেদ, অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুনসি শহীদ আনিস।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গণিত ডিসিপ্লিনের ২৪তম ব্যাচের শিক্ষার্থী আকিব শাহরিয়ার জিদান, দ্বিতীয় স্থান অধিকার করেন একই বিভাগের ২৫তম ব্যাচের আহনাব ও আহসান হাবিব এবং তৃতীয় স্থান অধিকার করেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২৫তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার কবির।

অনুষ্ঠানের সভাপতি তাসবিহা তাবাসসুম পরমা বলেন, ম্যাথ ক্লাব আমাদের একটা স্বপ্নের নাম। শুরুতেই আমাদের প্রয়াশ ছিল এ ধরনের ক্লাব প্রতিষ্ঠা করার। যেখানে গণিত চর্চা, রিসার্চ ও সুদূরপ্রসারী কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী ম্যাথ কমিউনিটি গড়ে উঠবে। সবশেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়