
সংগৃহীত ছবি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বুধবার (১০ সেপ্টেম্বর) একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিন এর আয়োজন করছে। সেমিনারের বিষয় ‘উত্তরণে বাংলাদেশ: শাসনব্যবস্থা, অর্থনীতি এবং নীতি সংস্কার’।
সেমিনারটি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের বক্তৃতা মঞ্চে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি একজন সামষ্টিক অর্থনীতিবিদ, জননীতি বিশ্লেষক ও সিপিডির বিশিষ্ট ফেলো। তিনি নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশের আহবায়কও।
আরও পড়ুন>>>খুবিতে অনুষ্ঠিত হলো ‘প্রথম বাঁধন অলিম্পিয়াড’
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন সোশ্যাল সায়েন্স স্কুলের ডিন অধ্যাপক শেখ শরাফত হোসেন। উপস্থিত থাকবেন ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনের চেয়ারম্যান ড. কাজী হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বাংলাদেশের শাসনব্যবস্থা, অর্থনীতি এবং নীতি সংস্কার সম্পর্কে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনামূলক অন্তর্দৃষ্টি অর্জনের সুযোগ তৈরি হবে বলে মনে করছে শিক্ষার্থীরা। তাই ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের এ চিন্তাশীল অ্যাকাডেমিক অনুষ্ঠানে যোগদান, শেখা ও সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত ও আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।