
ছবি: আপন দেশ
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে ‘প্রথম বাঁধন অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অলিম্পিয়াডে অংশ নিতে ৬ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেন। এরমধ্যে ১৮০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান। অলিম্পিয়াডে ডেভেলপমেন্ট স্টাডিস ডিসিপ্লিনের মো. খায়রুল আলম খান চ্যাম্পিয়ন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শেখ নাফিউল আলম রাব্বি প্রথম রানার-আপ এবং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. মাসরুনুল হাসান তানজিম দ্বিতীয় রানার-আপ হন। এছাড়া আরও ১২ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, রক্তের সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর সম্পর্ক। বাঁধনের কর্মীরা মানুষের জরুরি রক্তের প্রয়োজনে এগিয়ে আসে। বাংলাদেশে রক্তদানকে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছে বাঁধন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তারা কাজ করে যাচ্ছে। এ সংগঠন মানবসেবার জন্য কাজ করে, তারা কখনও হারাবে না।
আরওপড়ুন<<>>‘শিক্ষার্থীরা ভোট দিতে এলে স্বাধীনতাবিরোধীরা পরাজিত হবে’
তিনি আরও বলেন, থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাঁধনের কার্যক্রম আরও জোরদার করতে শিক্ষার্থীদের উদ্যোগে ফান্ড তৈরির আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং বাঁধন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান। এছাড়া আরও বক্তব্য দেন, বাঁধন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম কামরুজ্জামান কাফি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈফ নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিকাইল হোসেন।
বাঁধন খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হৃদয় সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। আরও বক্তব্য দেন লুমিনএজ’র প্রতিনিধি উজ্জ্বল সাহা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।