Apan Desh | আপন দেশ

খুবিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৮, ৩০ আগস্ট ২০২৫

খুবিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

ছবি: আপন দেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর অ্যাকাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুসা) কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তুহিন রয় প্রধান (ভারপ্রাপ্ত) সমাজবিজ্ঞান ডিসিপ্লিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ সোহেল।

আরওপড়ুন<<>>ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

অধ্যাপক ড. সঞ্জয় কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের পরিবেশ স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোজাহিদুল ইসলাম এবং তথ্য, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মো. আল আমিন শেখ।

অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন কুসা’র  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন কুসার শিক্ষার্থী ও জেন্ডার বিষয়ক সম্পাদক কারিমুন নেছা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয়া হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়