Apan Desh | আপন দেশ

তারেক রহমানকে নিয়ে কটুক্তি: রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ১৪ জুলাই ২০২৫

তারেক রহমানকে নিয়ে কটুক্তি: রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা 

ছবি: আপন দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও স্লোগান দেয়ার ঘটনায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সোমবার (১৪ জুলাই) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের। তবুও মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ী হত্যার ঘটনা দলীয় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে বিএনপির তিনটি অঙ্গ-সহযোগী সংগঠন থেকে ৫ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়েছে।

এরপরও বিএনপিকে জড়িয়ে ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো, কুরুচিপূর্ণ স্লোগান দেয়াটা দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরওপড়ুন<<>>বাকৃবির ৩৩ অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ফোরামের নেতারা বলেন, ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যার ঘটনা নিন্দনীয়। এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিএনপি ও তারেক রহমানের নামে অশালীন স্লোগান দেয়া হয়েছে। যা অনাকাঙ্খিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ।

এ কথা বলার অপেক্ষা রাখে না যে, চব্বিশের জুলাই- আগস্ট এর রক্তঝরা দিনগুলিতে ছাত্রজনতার আন্দোলনে সার্বিকভাবে পাশে ছিল বিএনপি এবং তারেক রহমান।

শুধু বক্তব্য দিয়ে নয়, বরং অসংখ্য নেতাকর্মী মাঠে সশরীরে অংশ গ্রহণ করে আন্দোলনকে উজ্জীবিত রেখেছিলেন। শুধু তাই নয়, যখন জাতি ছিল হতাশায় নিমজ্জিত ও দিশেহারা, তখন দূর প্রবাসে থেকেও আশার আলো দেখিয়েছেন তারেক রহমান। তার কণ্ঠে আমরা শুনেছি স্বাধীনতা ও ঐক্যের ডাক। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে তিনি তার নেতৃত্বকে প্রমাণিত করেছেন।

তারা আরও বলেন, একটি কুচক্রী মহল বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে । এ ধরনের অপপ্রচার এমন সময়ে শুরু হয়েছে, যখন একটি জরিপের ফলাফলে দেখা গেছে যে, এদেশের তরুণরা বহু লড়াই সংগ্রামে পরীক্ষিত বাংলাদেশপন্থী শক্তি বিএনপিতেই তাদের আস্থা ও বিশ্বাস রাখে। আগামীতে বিএনপিকেই এদেশের অধিকাংশ তরুণ ক্ষমতায় দেখতে চায়।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়