Apan Desh | আপন দেশ

রাবি শেরপুর জেলা সমিতি: সভাপতি আতিক, সম্পাদক জুয়েল 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

রাবি শেরপুর জেলা সমিতি: সভাপতি আতিক, সম্পাদক জুয়েল 

আতিক-জুয়েল

‘এসো মিলি মাটির টানে’ এ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গঠিত হয়েছে শেরপুর জেলা সমিতির নতুন কমিটি। রাবিতে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি গঠিত হয়। 

এতে মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আগামী এক বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি শেখ আল মামুন, মাহবুবা সুলতানা বৃষ্টি, মোয়াজ আল কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কানন হাসান অর্নব, সাব্বির আহমেদ, সাদ আহমদ, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান সানি, সহসাংগঠনিক সম্পাদক সাগর তালুকদার, আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সদ্য সাবেক সভাপতি আজহারুল ইসলাম রাজা। এতে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ড. হাবিবুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস (সমাজকর্ম বিভাগ), অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান (দর্শন বিভাগ), সহযোগী অধ্যাপক মো. আরিফুল ইসলাম (রাজশাহী কলেজ), সহযোগী অধ্যাপক কে. এম. মাহফুজুর রহমান (রাজশাহী কলেজ)। 

উপস্থিত সকলে শেরপুর জেলা সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে তাদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়