ফাইল ছবি
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু ও তার সহযোগী রেজাউলের নামে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলী আদালতের বিচারক তানভীর আহম্মেদ এই আদেশ দেন।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: বাবুসহ ৯ আসামির জামিন নামঞ্জুর
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী বলেন, গত ১১ মে শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি দেয়ার অভিযোগে মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও বাবুর ভাই এস এম কবিরকে আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন।
সেই মামলায় গ্রেফতার দেখানো হয় সাংবাদিক রব্বানী হত্যা মামলার প্রধান আসামি বাবু ও তার সহযোগী রেজাউলকে।
অ্যাডভোকেট ইউসূফ আলী আরও বলেন, এরপর আসামিপক্ষের আইনজীবী আজ আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন।
আপন দেশ/প্রতিনিধি/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































