Apan Desh | আপন দেশ

বেঈমানী করলে ভোটাররা ক্ষমা করবে না: বিএনপি প্রার্থী

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১৫, ২৮ জানুয়ারি ২০২৬

বেঈমানী করলে ভোটাররা ক্ষমা করবে না: বিএনপি প্রার্থী

ছবি: আপন দেশ

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী হারুন অর রশীদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষের সঙ্গে যারা বেঈমানী করবে, বিএনপি পাগল ভোটাররা তাদেরকে ক্ষমা করবে না।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া, মাজবাড়ী ও মোহনপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কেএম আইনুল হাবীব, সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সি, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার টুকটুকি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের নেতা মঞ্জুর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা প্রমুখ। 

আরও পড়ুন<<>>রাজবাড়ীতে ৫ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন

নির্বাচনী পথসভায় রাজবাড়ী-২ আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হারুন অর রশীদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা চাই দলীয় হাই কমান্ডের নিয়ম নীতি মেনে কাজ করতে। আমরা চাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সে সঙ্গে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কাজ করার জন্য সহযোগিতা করবেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ্।

তিনি বলেন, আমাদের দলের মধ্যে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে সর্বস্তরের মানুষ ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলের মধ্যে যারা দিনে ধানের শীষ-রাতে অন্যদলের পক্ষে কাজ করছেন। আপনাদের তা করার প্রয়োজন নেই, যদি ধানের শীষকে ভালো না লাগে, তাহলে যেখানে ভালো লাগে সেখানে কাজ করেন। কিন্তু আমাদের সঙ্গে থেকে বেঈমানী করবেন না। তাহলে আপনার বাড়ী থেকেই প্রথমে আমার ভাবিরা বিতাড়িত করবেন। বিগত ১৭ বছর জেল-জুলুম খেটে ও বাড়ি ছাড়া থাকতে হয়েছে। বাড়ির নারীরা অনেক নির্যাতন সহ্য করেছেন। মানুষ ১৭ বছর পর ভোট দেয়ার সুযোগ পেয়েছে, এখন ভোট দিতে মুখিয়ে আছে। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়