Apan Desh | আপন দেশ

ভোলার রাজনীতিতে শান্তি-সহাবস্থান ফিরিয়ে আনতে চাই: পার্থ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:০৩, ২৪ জানুয়ারি ২০২৬

ভোলার রাজনীতিতে শান্তি-সহাবস্থান ফিরিয়ে আনতে চাই: পার্থ

ছবি: আপন দেশ

বিএনপির রক্তঝরা আন্দোলন-সংগ্রামের স্মৃতিবহ ভোলা জেলার রাজনীতিতে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সহাবস্থান পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

নিজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) ভোলায় আগমন করে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনামলে ভোলার বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ জেলার প্রতিটি রাজপথে আন্দোলন-সংগ্রামের রক্তাক্ত ইতিহাস লেখা আছে। 

আরও পড়ুন<<>>সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

ঐক্যের আহবান জানিয়ে তিনি বলেন, আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই, তবে আমার রাজনৈতিক মুরুব্বী হবেন গোলাম নবী আলমগীর। তবে ভোলার মানুষের সম্মান, নিরাপত্তা এবং রাজনৈতিক শান্তি নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। প্রতিহিংসার রাজনীতি নয়—আমরা চাই সৌহার্দ্য, সহনশীলতা ও উন্নয়নভিত্তিক রাজনীতি। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোলায় ভিন্নমতের রাজনীতি দমন করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। জনতার ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সমাবেশ শেষে ব্যারিস্টার পার্থ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভোলার সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজীবন পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়