Apan Desh | আপন দেশ

সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ২৪ জানুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শ্রিংলা বলেন, যারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রশাসন চালাচ্ছেন, তারা নির্বাচিত নন। এ প্রশাসন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ভারত সরকার স্পষ্টভাবে জানিয়েছে, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়া উচিত, কিন্তু সেটি হচ্ছে না।

জামায়াত ইসলামী দলের ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। যদি নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি হয়, তবে তাদের ক্ষমতায় আসার সুযোগ তৈরি হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ।

শ্রিংলা বলেন, বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছেন এবং রাজনৈতিক স্বার্থে তাদের থাকতে দেয়া হচ্ছে। এটি একটি সমস্যা। আমরা চাই, বাংলা উন্নয়নের পথে এগিয়ে যাক।

আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্রে ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ বর্জনের বিষয়ে তিনি মন্তব্য করেন, কোনো নির্দিষ্ট টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট দলের অংশ না নেয়া সিদ্ধান্ত ক্রীড়াজগতের স্বার্থের পরিপন্থী। বাংলাদেশে আমার অনেক বন্ধু আছেন, যারা ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত। তারা মনে করেন, এ ইভেন্টে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেয়ার সিদ্ধান্ত সাধারণভাবে ক্রীড়ার। তবে বিশেষ করে ক্রিকেটের স্বার্থে নেয়া হয়নি।

শ্রিংলা বলেন, বর্তমানে একটি অন্তর্বর্তী প্রশাসন রয়েছে। যারা নির্বাচিত নয়, তারা দেশ পরিচালনা করছে। এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়