ছবি : আপন দেশ
কক্সবাজারের টেকনাফে সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণ ঘটেছে। এ বিস্ফোরণে স্থানীয় এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় আহত ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ। তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা।
স্থানীয়দের দাবি, রোববার (১১ জানুয়ারি) মিয়ানমারের আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা এ মাইন পুঁতে গেছে।
আরও পড়ুন<<>>চাঁদাবাজির প্রতিবাদে মাছ ব্যবসায়ীদের ধর্মঘট
এদিন সকালে নিজের চিংড়ি ঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে ডান পা হারান হানিফ। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।
এদিকে রোববার আরাকান আর্মির গুলিতে শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়। তাই সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মানবন্ধনে তারা বিজিবির গাফলতির কথা তুলে ধরেন এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান। গুলিবিদ্ধ হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে।
আপন দেশ/এসএস/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































