Apan Desh | আপন দেশ

চাঁদাবাজির প্রতিবাদে মাছ ব্যবসায়ীদের ধর্মঘট

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ১২ জানুয়ারি ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে মাছ ব্যবসায়ীদের ধর্মঘট

ছবি : আপন দেশ

নীলফামারীর সৈয়দপুরে তিন দিন ধরে মাছের বাজার বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। চাঁদাবাজি বন্ধের দাবীতে তারা এ ধর্মঘট পালন করছেন। চাঁদাবাজদের বিচার না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (১১ জানুয়ারি) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈয়দপুর শহরের মাছ বাজারের সব দোকান বন্ধ। যে কারণে ক্রেতা ও পাইকাররা ভোগিন্তে পড়েছেন। এদিন বিকেলে ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী ও তার কয়েকজন সহযোগীরা মাছ বাজারে চাঁদাবাজি করছেন। তারা দৈনিক চাঁদা আদায় করেন। তবে বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। যার ফলে ওয়াকার ও তার সহযোগীরা কয়েকজন মাছ ব্যবসায়ীকে মারধর করেন।

আরও পড়ুন<<>>বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার

ঘটনার পর ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ করেন। প্রতিবাদ স্বরূপ বাজারের সব দোকানপাট বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা দেন। যা তিন দিন ধরে চলছে।

এক মাছ ব্যবসায়ী বলেন, আমরা অনেক দিন ধরেই ওয়াকার ও তার সাঙ্গপাঙ্গদের চাঁদা দিয়ে আসছি। কিন্তু এখন দেশের পরিস্থিতি বদলেছে, তাই আর চাঁদা দিতে চাই না। মাছ বিক্রি করে যা আয় হয়, তাতে পরিবার চালানোই কষ্টকর—সেখানে চাঁদা দেব কীভাবে?

আরেক ব্যবসায়ী বলেন, চাঁদাবাজির প্রতিবাদ করায় তারা আমাদের মারধর করেছে। আমরা সবাই মিলে এর প্রতিবাদে দোকান বন্ধ রেখেছি এবং থানায় অভিযোগ করেছি। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত শহরের সব মাছ ব্যবসায়ীর দোকান বন্ধ থাকবে। রোববার বিকেলে আমরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছি, বিচার না হলে আরও বড় আন্দোলনে যাব।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা এ বিষয়ে জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুতই এর সমাধান করা হবে।

আপন দেশ/এসএস/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়