Apan Desh | আপন দেশ

মাদ্রাসায় তালা ঝোলালেন বিএনপি নেতা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৩, ২১ ডিসেম্বর ২০২৫

মাদ্রাসায় তালা ঝোলালেন বিএনপি নেতা

সংগৃহীত ছবি

ফেনীর ফুলগাজী উপজেলায় এক মাদ্রাসায় তালা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার আমজাদহাট দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় তালা দেয়া হয়। এসময় বিএনপি নেতার অনুসারীরাও হামলা করে। 

অভিযুক্ত ব্যক্তির নাম আনোয়ার হোসেন টিপু। তিনি আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

গত সোমবার রাতে ৫০ থেকে ৬০ জনের একদল যুবক হঠাৎ মাদ্রাসায় হামলা চালায়। তারা এতিমখানার ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়। এরপর মাদ্রাসার অফিসকক্ষসহ প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। ঘটনার পরপরই ৯৯৯ নাম্বারে কল করে ফুলগাজী থানা পুলিশের সহায়তা চায়, রাতেই ঘটনাস্থলে পুলিশের একটা টিম উপস্থিতি হয়।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে শুক্রবার(১৯ ডিসেম্বর) পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিলো। মূলত কমিটি নিয়ে বিরোধের কারণে মাদ্রাসা তালাবন্ধ ছিল।

আরও পড়ুন>>>বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

এদিকে মাদ্রাসায় তালা ঝুলানোর বিষয়টি চারদিকে জানাজানি হলে শনিবার (২০ ডিসেম্বর) বিকালের দিকে তালা খুলে দেয়া হয়।

মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম জানান, বিএনপি নেতা টিপুর নেতৃত্বে মাদ্রাসায় একদল যুবক হামলা চালায়, সেখানে হাফেজ আবদুল্লাহও উপস্থিতি ছিলেন। এসময় একজন শিক্ষককে মারধর করা হয়।

আরেক শিক্ষক সাইফুল ইসলাম জানান, একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়, এসময় আমাদের একজন শিক্ষক আহত হয়, মাদ্রাসা এখনো তালাবন্ধ আছে, হামলার সময় সেখানে উপস্থিতি ছিলেন বিএনপি নেতা টিপু।

নাম প্রকাশে অনিচ্ছুক আমজাদহাটের একজন সাবেক জনপ্রতিনিধি জানান, গত সোমবার এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রশিদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষসহ বড় একটি বৈঠকে সুন্দর সিদ্ধান্ত হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে তালা দেয়া বিষয়টি খুব দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টিপু জানান, এটা ভাইদের মধ্যকার ঝামেলা, আমি এসবে ছিলাম না। আমার নাম রাজনৈতিক গ্রুপিং এর কারণে আসছে।

জানা গেছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবদুল আউয়াল অসুস্থ হওয়ার পর মাদ্রাসাটি পরিচালনার দায়িত্ব দেয়া হয় ফেনী রশিদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে। রশিদিয়া তখন মুহতামিমের দায়িত্ব দেন আউয়াল হুজুরের সন্তান হাফেজ আবদুল্লাহ নিকট। পরবর্তীতে হাফেজ আবদুল্লাহর বিরুদ্ধে নানানরকম অনিয়মের অভিযোগ উঠলে তাকে বহিষ্কার করে রশিদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। বৈঠকের মাধ্যমে নতুন মুহতামিমকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়