ছবি: আপন দেশ
কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরান তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, সাদা কবুতর ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়।
আরও পড়ুন<<>>ফসলের মাঠে কমছে কাকতাড়ুয়া, বাড়ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার
উদ্বোধন শেষে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস,বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিশু-কিশোর সংগঠন,স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইডের সমন্নয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্বর্ধনা প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজওয়ানা রশিদ, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, প্রানীসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মামুন মিয়া, কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জমান ভূইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির, প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মহান বিজয় দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা প্রশাসন বনাম পৌর প্রশাসনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































