Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ১৪ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে গাছ থেকে পড়ে মো.ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইউছুফ একই গ্রামের চাপরাশি বাড়ির হাসানুরজ্জামানের ছেলে।

নিহতের জেঠাতো ভাই এ.কে. এম শাহজাহান জানান, সকাল ১০টার দিকে ইউছুফ খেতে ধানের বীজতলা করার জন্য নিজেরদের আম গাছের ডালপালা কাটতে গাছে উঠেন। ওই সময় অসাবধানতাবশতঃ গাছ থেকে জলাধারের পানিতে পড়ে যান। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

আরও পড়ুন<<>>নোয়াখালীতে মন্জু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, নিজেদের গাছ কাটতে গিয়ে পড়ে মারা যায় যুবক। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করেছে স্বজনেরা।  

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়