ছবি: আপন দেশ
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে পুরো জেলাজুড়ে বিরাজ করছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে যেমন উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে আগ্রহের ঢেউ। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আর সে দিনটিকে ঘিরে ইতোমধ্যেই ভোলায় তৈরি হয়েছে আনন্দঘন এক পরিবেশ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার তত্ত্বাবধানে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন<<>>ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
জেলাজুড়ে সাধারণ মানুষ জানান, সাংবাদিকদের এ নির্বাচন ভোলায় একতা ও সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছে। স্থানীয়দের ভাষায়, নির্বাচন মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু টেলিভিশন সাংবাদিকদের নির্বাচন যেন আলাদা এক উৎসব—এখানে হাসিমুখ, সহযোগিতা আর বন্ধুত্বই মুখ্য।
প্রার্থীরাও বলছেন, তারা প্রতিদ্বন্দ্বী হলেও সম্পর্কের জায়গা থেকে সবাই কাছের মানুষ। তাদের অভিমত—জয়-পরাজয় নয়, শক্তিশালী সংগঠন গঠনই আমাদের মূল উদ্দেশ্য। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও গতিশীল করতে চাই।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নজরুল হক অনু বলেন, টেলিভিশন সাংবাদিকরা তথ্য-প্রবাহ ও গণমানুষের কণ্ঠ তুলে ধরার প্রধান শক্তি। তাদের সংগঠনে গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচন আয়োজন ভোলার গণমাধ্যম অঙ্গনের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। সাংবাদিক সমাজের অংশগ্রহণ, সাধারণ মানুষের প্রত্যাশা এবং সুশৃঙ্খল পরিবেশ মিলিয়ে ভোলার এ নির্বাচন যেন পরিণত হয়েছে এক আনন্দমুখর মিলনমেলায়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































