
ছবি: আপন দেশ
বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের জলকপাট খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উজান ও ভাটির এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বাঁধের সুরক্ষার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বর্তমানে হ্রদের পানির স্তর ১০৮.৪৫ ফুট (মিনস সি লেভেল)।
আরও পড়ুন>>>নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন
এ মুহূর্তে হ্রদে পানির প্রবাহ ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজনে গেটগুলো আরও বাড়ানো বা বন্ধ করা হতে পারে। বর্তমানে, পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এ কেন্দ্রটির ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে চলে গিয়েছিল। তখন বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট খুলে দিয়ে ৬৩ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল। টানা ১০ দিন পানি ছাড়ার পর ১৯ সেপ্টেম্বর সকাল ৮টায় জলকপাট বন্ধ করে দেয়া হয়।
এছাড়াও গত ২০ আগস্ট এবং ৪ আগস্টও কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।