Apan Desh | আপন দেশ

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

ছবি : আপন দেশ

নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইদন মিয়া (৬২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছে অন্তত ২৫ জন। আহতদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদন মিয়া (৫৫) ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপি’র যুগ্ম আহবায়ক নোয়াব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের পর সংঘর্ষের আশঙ্কায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় এক বছর পর বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের কর্মীরা পুনরায় গ্রামে প্রবেশের চেষ্টা করলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন<<>> সাজেকে গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত

সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি সমর্থকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইদন মিয়া। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (এসআই) নাসিম মিয়া বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।

আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধূরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্র, ভাড়াটে সন্ত্রাসী ও পতিত আওয়ামী লীগের লোকজন দিয়ে হামলা চালায়। তার হামলার প্রতিবাদে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়