
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জনসভায় বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী
পিআর পদ্ধতি কী জনগণ বলতে পরবে না। এটা নারকেল তেলের মতো মাথায় মাখে, নাকি সাবানের মতো শরীরে দেয়। বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ নৈরাজ্যবাদ, গোন্ডাপান্ডা বিএনপির সাধারণ সদস্য হতে পারবে না।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পার ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এ দেশ। আর সে দেশকে খুবলে খুবলে খেয়েছে শেখ হাসিনার মতো শকুনিরা। এ শকুনিদের হাত থেকে আমরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তুমুল স্রোতে তাকে পরাজিত হয়ে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
আরওপড়ুন<<>>ঘরে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
তিনি বলেন, জুলাই মাসে শেখ হাসিনা নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী যারা হত্যা করছে, রক্ত ঝরাচ্ছে, তাদের রাস্তার মধ্যে লুটিয়ে দিচ্ছে। শেখ হাসিনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মুগ্ধকে হত্যা করেছে।
রিজভী বলেন, হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে অনেক কথা বলছেন। পিআর পদ্ধতি কী? এ ব্যাপারে কোনো জনগণ বলতে পরবে না। এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে নাকি সাবানের মতো শরীরে দেয়। গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষ কী বলতে পারবে? এটার কোনো দৃষ্টান্ত নেই। এটা ব্যবহার করা হয়নি। নির্বাচন বেশি দূর নেই। হঠাৎ দু-একটি রাজনৈতিক দল বলছে, পিআর পদ্ধতির কথা। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন তারা বলছেন। পিআর পদ্ধতিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির শীর্ষ এ নেতা বলেন, দলের প্রতীককে ভোট দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে, অনেক ধরনের রাজনৈতিকবিরোধী ঘটনা করতে পারে। যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে, তাদের বাদ দিয়ে হঠাৎ করে কোনো বিত্তবান লোক মনোনয়ন কিনে নিতে পারে। রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তব্যবাদী হয়ে উঠতে পারে।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।