Apan Desh | আপন দেশ

ঘরে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৩০, ২৩ আগস্ট ২০২৫

ঘরে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: আপন দেশ

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় শামীম হোসেন (৩৩) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের পেছন দিকে কুপিয়ে তাকে হত্যা করে। শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে আঠারোমাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন।

আরওপড়ুন<<>>২৬ কেজি গাঁজা-ট্রাকসহ আটক দুই

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তিনি আরও জানান, নিহত শামীমের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে আঠারোমাইল এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে তিনি জড়িত বলে জানা গেছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়