
ছবি: আপন দেশ
কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা পাচারের সময় এক যাত্রীসহ দুজনকে আটক করেছে কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার বিমানবন্দরের হোল্ড ব্যাগেজ স্ক্যানিং মেশিনে এ ইয়াবা ধরা পড়ে।
আটককৃতরা হলেন, জাকির হোসেন (২৬) ও তানভীর আহমদ (৩০)। জাকিরের বাড়ি মাদারীপুর জেলায় এবং তানভীর আহমেদের বাড়ি বরিশাল জেলায়। তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।
আরওপড়ুন<<>>পলিথিন কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-ঢাকাগামী ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন জাকির হোসেন। তাকে বিমানবন্দরে বিদায় দিতে আসেন তানভীর আহমদ। ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে এসে হাতে থাকে স্পোর্টস ব্যাগটি হোল্ড ব্যাগেজ স্ক্র্যানিং মেশিনে দেন।
পরে ব্যাগ তল্লাশি করে দু’টি ক্রিকেট ব্যাটের ভেতরে লুকিয়ে রাখা পাঁচ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।