Apan Desh | আপন দেশ

মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ২৫ জুলাই ২০২৫

মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

ছবি: আপন দেশ

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে গ্রামবাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় মসজিদও ভাঙচুর করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারাপুরে গ্রামে দুটি মসজিদ রয়েছে। এর মধ্যে একটি পুরনো ও অপরটি নতুন মসজিদ নামে পরিচিত। গত কয়েকবছর আগে পুরনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে মতবিরোধ দেখা দেয়। সে সময় মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিনসহ একটি পক্ষ নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এ নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

আরওপড়ুন<<>>বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

শুক্রবার নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে অপর একটি গ্রুপ তাতে বাঁধা দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নতুন মসজিদ ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান জানান, কিয়াম পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। আজ সকালে নতুন মসজিদের বারান্দা তৈরির সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়